ওরাকল বিসিএস এর টিচার বিসিএস ক্যাডার অফিসার, সহকারি জজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপডেট তথ্য নির্ভর শিট, যা অন্য প্রতিষ্ঠানে নেই। যেহেতু নিজস্ব পাবলিকেশন্স আছে তাই প্রতি বছর আপডেট লেকচার শিট প্রদান করা হয়। পিএসসি’র সিলেবাসকে সুনির্দিষ্টভাবে সাজিয়ে কোর্স প্ল্যান তৈরি করা হয় এবং কোর্সপ্ল্যানের টিপক ভিত্তিক ক্লাস নেওয়া হয়, যা অন্য প্রতিষ্ঠানে নেই। অন্যদের তুলনায় ওরাকল বিসিএস এর পরীক্ষা অনেক বেশি। ৩০ দিন মেয়াদি ক্লাস রুটিন থাকে অন্যদের তা থাকে না। ওরাকলের কোর্সপ্ল্যানের সাথে পিএসসি’র সিলেবাস থাকে, যা অন্য প্রতিষ্ঠানে থাকে না। অন্য প্রতিষ্ঠান ভর্তির পূর্বে সার্ভিস সম্পর্কে অতিরঞ্জিত তথ্য দেয়, বাস্তবে সে মোতাবেক সার্ভিস দেয় না। ওরাকল যে সার্ভিস দিবে তা ভর্তির পূর্বেই বলে দেয়, কোন প্রতারণামূলক কথা বা আশ্বাস দেয় না। অন্য প্রতিষ্ঠান বিজ্ঞাপন নির্ভর আর ওরাকল সেবা নির্ভর প্রতিষ্ঠান।